Home » , , » চিলাহাটি খানকায়ে কারামতিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলাহাটি খানকায়ে কারামতিয়ায় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 30 March, 2019 | 2:00:00 PM

জুয়েল বসুনীয়া, চিলাহাটি ওয়েব: নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির খানকায়ে কারামতিয়া শরীফ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ শনিবার অনুষ্ঠিত হয়। সকাল ০৮টা ৩০ মিনিটে শিক্ষাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খানকায়ে কারামতিয়া শরীফ কমপ্লেক্স-এর পরিচালক ও কারামতিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওঃ সৈয়দ মাসরুর আল মাসুম। উক্ত ক্রীয়া প্রতিযোগিতায় ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন,উক্ত দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,ম্যনেজিং কমিটি ও কর্মচারী বৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।