Home » » দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

দিনাজপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

চিলাহাটি ওয়েব ডটকম : 09 March, 2019 | 11:29:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ১৮ মার্চ দিনাজপুর জেলার ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। সদর উপজেলায় ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করায় নতুন তফসীলে ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত করা হবে। দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ মাহমুদুল হাসান জানান, ৫ম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত করতে সারা দেশের ন্যায় দ্বিতীয় বার তফসীলে এই জেলায় ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত করতে তফসিল ঘোষনা করা হয়। তফসিল ঘোষণা এবং মনোনয়নপত্র চুড়ান্ত প্রকাশের পর সদর উপজেলার ১ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ায় এই উপজেলায় নির্বাচন স্থগিত করে পুনরায় নতুন তফসিল ৩১ মার্চ ঘোষণা করা হয়। অপর ১২টি উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন পূর্বের ঘোষিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী জেলার ১৩টি উপজেলার মধ্যে ১২টি উপজেলায় নির্বাচনকে ঘিরে প্রার্থী ও সমর্থকদের মধ্যে প্রচার-প্রচারনায় মেতে উঠেছে জেলার সবগুলো উপজেলা। স্থানীয় পর্যায়ের এই নির্বাচনে ভোটারদের মন জয় করতে প্রার্থী ও সমর্থকদের ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে জেলায় ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১২টি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ৪ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন সদর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমদাদ সরকার, পার্বতীপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হাফিজুল ইসলাম প্রমানিক, ঘোড়াঘাট উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাফে খন্দকার শাহেন শাহ ও হাকিমপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হারুন-উর-রশিদ নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য ৮টি উপজেলায় চেয়ারম্যান পদে এবং ১২টি উপজেলায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বিরল উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৬ জন, বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, বীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩, কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, চিরিরবন্দর উপজেলায় চেয়ারম্যান পদে ২, ভাইস চেয়ারম্যান ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, খানসামা উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, ফুলবাড়ী চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৩ জন, বিরামপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন, নবাবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ২, মহিলা ভাইস চেয়ারম্যান ৬জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া ৪টি উপজেলার মধ্যে পার্বতীপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, ঘোড়াঘাটে ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ ও হাকিমপুরে ভাইস চেয়ারম্যান ৩ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন। অপরদিকে সদর উপজেলায় ৩১ মার্চ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ২, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী রয়েছে।