Home » » আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

চিলাহাটি ওয়েব ডটকম : 09 March, 2019 | 11:37:00 PM

দেলোয়ার হোসেন বাদশা,চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ শুক্রবার বিকাল ৪টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ নুরুল ইসলাম প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে নার্সারী হতে একাদশ শ্রেণির প্রতিযোগি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এবি ফাউন্ডেশন ও আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা ল্যাব এইড হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাঃ এম আমজাদ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম, এবি ফাউন্ডেশনের শিক্ষা পরিচালক মোঃ সামসুল হক, স্কুলের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান গভর্নিং বডির সদস্যবৃন্দ ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় ৭৫টি ইভেন্টে ২২৫, সাংস্কৃতিতে ২৩১, একাডেমিকে ৪৮ ও হাউস ভিত্তিক ১৪ মোট ৫১৮জন বিজয়ী প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।