আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
জেলার ডোমারে বারি আলু-৫৩ ও ৪৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার
বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামে কন্দাল ফসল গবেষনা কেন্দ্র
বিএআরআই গাজীপুরের আয়োজনে ও প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র বিএআরআই দেবীগঞ্জের
সহযোগীতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
কৃষি গবেষনা ফাউেন্ডশন, ফার্মগেট ঢাকার অর্থায়নে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা
মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে কন্দাল ফসল গবেষনা কেন্দ্র, বি এ আর আই
গাজীপুরের পরিচালক ড.এ,কে,এম শাসসুল হক প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন।
বৈজ্ঞানিক কর্মকর্তা মানিকের সঞ্চালনায় ড.হরিদাস চন্দ্র মোহন্ত ও প্রধান
বৈজ্ঞানিক কর্মকর্তা অমল কুমার দাস এবং কৃষক আতাউর রহমান বক্তব্য রাখেন।
কর্কর্তারা জানান বারি আলু-৪৬ সাদা রংয়ের আর বারি আলু-৫৩ লাল রংয়ের।
ছত্রাকমুক্ত এই জাতের আলু উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধকারী। ফলে কোন ছত্রাকনাশক
স্প্রে করতে হয় না ফলে এটি লাভ জনক। প্রতি হেক্টরে ৪৫থেকে ৫০টনের মত আলু
উৎপাদন হয়। কোন্দাল ফসল কৃষি গবেষনা থেকে এই জাতের আলু উদ্ভাবিত হয়েছে।