Home » » ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ছিল বাঙালি জাতির দিক নির্দেশনা ---- জেলা প্রশাসক মাহমুদুল আলম

১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ছিল বাঙালি জাতির দিক নির্দেশনা ---- জেলা প্রশাসক মাহমুদুল আলম

চিলাহাটি ওয়েব ডটকম : 07 March, 2019 | 11:04:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ভাষন ছিল বাঙালী জাতির দিকে নির্দেশনা। যে ভাষণ আজ সারা বিশ্বে অতীব তাৎপর্যপূর্ণ একটি ঐতিহাসিক প্রামাণিক দলিল হিসেবে পরিগণিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিশু একাডেমীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ দিবসের উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন পরিবেশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোহছেন উদ্দিন এর সভাপতিত্বে এবং জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ক্রেষ্ট প্রদান করা হয়।