Home » » পার্বতীপুরে জাতীয় যক্ষ্মা দিবস পালিত

পার্বতীপুরে জাতীয় যক্ষ্মা দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 24 March, 2019 | 11:23:00 PM

বদরুদ্দোজা বুলু,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “এখনই সময় অঙ্গীকার করার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার পার্বতীপুর জাতীয় যক্ষ্মা দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে পার্বতীপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স, ল্যাম্ব হাসপাতাল ও ব্র্যাক এর যৌথ আয়োজন দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ আব্দুল্লাহেল মাফী, এমওডিসি ডাঃ মোঃ ওয়াসিফ। এসময় উপস্থিত ছিলেন ল্যাম্ব হাসপাতালের তুষার অধিকারী,নিতাই সরকার, ব্র্যাক ম্যানেজার ওমর মীর, সংগঠক ফরিদুজ্জামান, তাজিরা বেগম, মিন আরা আক্তার, আছমা আক্তার, জিহাদ হাসান ও টিএলসিএ রফিকুল ইসলাম। এছাড়াও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ল্যাম্ব হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দাস।