Home » » গোবিন্দগঞ্জে দুইদিনেরর ব্যাবধানে আবার অগ্নিকান্ড

গোবিন্দগঞ্জে দুইদিনেরর ব্যাবধানে আবার অগ্নিকান্ড

চিলাহাটি ওয়েব ডটকম : 23 March, 2019 | 11:02:00 PM

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি চিলাহাটি ওয়েব : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বসতবাড়িতে আবারও অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে ৯টি ঘর, গরু, ছাগল, হাঁস, মুরগীসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে যাওয়ায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে, শনিবার সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের মাস্তা গ্রামে গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল গফুরের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে সৃষ্ট আগুন মূহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ৯টি ঘর, নগদ টাকা, আসবাবপত্র, ১টি গরু, ২টি ছাগল বেশ কিছু হাঁস-মুরগী আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সময়মত খবর দেয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে একই ইউনিয়নের মোগলটুলি গ্রামের মৃত রমজান আলীর পুত্র আব্দুল হামিদের বসত বাড়িতে অগ্নিকান্ডে ৪টি ঘর ভষ্মীভুত হয়। এ অগ্নিকান্ডের ঘটনায় নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।