Home » , » চিলাহাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

চিলাহাটিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 17 March, 2019 | 2:00:00 AM

বখতিয়ার ঈবনে জীবন,ষ্টাফ রির্পোটার, চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার চিলাহাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা, কুইজ, হাম-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
আজ রবিবার ইসলামি ফাউন্ডেশন কেতকীবাড়ী ইউনিয়নের আয়োজনে ইউপি পরিষদ থেকে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ কেতকীবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম স্বাধীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন ডোমার শাখার সহকারী সুপারভাইজার মজিবুল ইসলাম,চিলাহাটি ওয়েব এর সম্পাদক আপেল বসুনীয়া প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।