ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব: গাইবান্ধা জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। র্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস শাকুর, পৌর মেয়র শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, ক্যাব এর সভাপতি কে.এম রেজাউল হক ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. তোফায়ের হোসেন।