Home » » ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 14 March, 2019 | 9:44:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহঃবার সকালে ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ দিবস উপলক্ষে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, ডিমলা সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, ডিমলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের নেতৃবৃন্দ।