Home » » কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও শিক্ষা মেলা ও আলোচনা সভা

কিশোরগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও শিক্ষা মেলা ও আলোচনা সভা

চিলাহাটি ওয়েব ডটকম : 13 March, 2019 | 11:32:00 PM

মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওযেব : “প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি” এই স্লোগানকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র‌্যালি , শিক্ষা মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওসমান গনি, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ দুলু, বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম মন্ডল, রিজওয়ানুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোতাহার হোসেন, সহকারী উপজেলা শিক্ষা মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরজ্জামান সরকার, মোঃ আফজালুল ইসলাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক , শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।