Home » » ফুুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফুুলবাড়ীতে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 13 March, 2019 | 11:36:00 PM

আফজাল হোসেন, ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ফুলবাড়ীতে নান আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টায় ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে এক বিশাল শিক্ষা সপ্তাহের র‌্যালি রেব হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সকাল ১১ টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়ার সভাপতিত্বে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরী। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রাথমিক শিক্ষার দিপ্তি উন্নত জীবনের ভিত্তি”। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শুরুতেই বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভুইয়া। অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ মাসুুদুর রহমান মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা প্রকৌশলী মোঃ শহীদুজ্জামান, ইউ আর সি পরিদর্শক মোঃ মোফাক খাইরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মোঃ সোহানুর রহমান সোহান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান মিয়া, মোঃ আতিকুর রহমান, মোঃ রেজাউল ইসলাম। শিক্ষা সপ্তাহ পালনে সহযোগীতায় ছিলেন ওয়াল্ড ভিশন বাংলাদেশ। আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন। এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ১ দিনের শিক্ষা মেলার শুভ উদ্বোধন করেন। পরিশেষে দুপুর ১২ টায় উপজেলা চত্তরে এক সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।