এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব :
উপজেলা নির্বাচনে রবিবার (১০ মার্চ) ভোট গ্রহন ও গননা শেষে রাত ৯ টায় নীলফামারী জেলার ছয় উপজেলায় নির্বাচিতদের নাম বেসরকারিভাবে ঘোষনা করা হয়েছে। ভোটের ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা পেয়েছে ৩টি, আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী পেয়েছে ১টি। উচ্চ আদালতে আইনী জটিলতায় নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় চেয়ারম্যান পদের ভোট স্থগিত রয়েছে।
সৈয়দপুরঃ- চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোখছেদুল মোমিন(নৌকা)। প্রাপ্ত ভোট ৪০ হাজার ৬৫০। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় পাটির জয়নাল আবেদীন (লাঙ্গল)। প্রাপ্ত ভোট ২০ হাজার ৭৮৯।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, আজমল হোসেন (তালা)। প্রাপ্ত ভোট ২২ হাজার ২১৪। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন জাহাঙ্গীর সরকার (উড়োজাহাজ)। প্রাপ্ত ভোট ১৯ হাজার ৩৫২।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, সানজিদা বেগম লাকী (পদ্ম ফুল)। প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৫৪৫। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রওনক জাহান রিনুু (সেলাই মেশিন)। প্রাপ্ত ভোট ১৯ হাজার ১৪৪।
নীলফামারী সদরঃ- চেয়ারম্যান পদে ভোট গ্রহন স্থগিত রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক দীপক চন্দ্র চক্রবর্তী (তালা)। প্রাপ্ত ভোট ২২ হাজার ২৮০। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মিজানুর রহমান (চশমা)। প্রাপ্ত ভোট ৯ হাজার ৪২৯।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, জেলা যুব আওয়ামী লীগের সাধারন সম্পাদক সান্তনা চক্রবর্তী (প্রজাপতি)। প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩২। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আরিফা সুলতানা লাভলী (ফুটবল)। প্রাপ্ত ভোট ১১ হাজার ২৭৭।
ডোমারঃ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ (নৌকা)। প্রাপ্ত ভোট ৩০ হাজার ৫৭৩। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন আঃলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল রাজ্জাক বসুনিয়া(আনারস)। প্রাপ্ত ভোট ২০ হাজার ৮৮৩।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আব্দুল মালেক (তালা)। প্রাপ্ত ভোট হাজার ৭৯৪। তার নিকটতম রনজিৎ কুমার রায় (বৈদ্যুতিক বাল্ব)। প্রাপ্ত ভোট ১৭ হাজার ৭৫৮।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানে পদে নির্বাচিত হন বেগম রৌশন কানিজ (হাঁস)। প্রাপ্ত ভোট ৪১ হাজার ৫২৮। তার নিকটতম প্রতিদ্বন্দি দিপালী রানী রায় (প্রজাপতি)। প্রাপ্ত ভোট ১৬ হাজার ৬৩।
ডিমলাঃ- চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম (নৌকা)। প্রাপ্ত ভোট ২৫ হাজার ৯৭৬। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মোশারফ হোসেন মিন্টু (লাঙ্গল)। প্রাপ্ত ভোট ১৩ হাজার ৪।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, নীরেন্দ্র নাথ রায় (টিউবওয়েল)। প্রাপ্ত ভোট ২৪ হাজার ৮০৬। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন মোফাক্কারুল ইসলাম পেবল (গাভী)। প্রাপ্ত ভোট ১৮ হাজার ৯৭০।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, আয়শা ছিদ্দীকা (পদ্ম ফুল)। প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫৪৯। তার নিকটতম প্রতিদ্বন্দি তাজলী খাতুন (গাভী)। প্রাপ্ত ভোট ১৩ হাজার ৮১৭।
কিশোরীগঞ্জঃ- চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাহ মোঃ আব্দুল কালাম বারী (আনারস)। প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৪৩। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রশিদুল ইসলাম (ঘোড়া)। প্রাপ্ত ভোট ২৩ হাজার ৬৭৬।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, রবিউল ইসলাম বাবু (টিয়া পাখি)। প্রাপ্ত ভোট ২৯ হাজার ৮৩১। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন শ্রী ভূবন চন্দ্র মহন্ত (চশমা)। প্রাপ্ত ভোট ১৭ হাজার ৮৩০।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, শাপলা বেগম (পদ্ম ফুল)। প্রাপ্ত ভোট ২০ হাজার ৬৮২ । তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন শিল্পী রানী (ফুলের টব)। প্রাপ্ত ভোট ১৭ হাজার ৬৩১।
জলঢাকাঃ- চেয়ারম্যান পদে ভোট গ্রহন স্থগিত রয়েছে। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা জাসদ(ইনু) সভাপতি গোলাম আজম এলিচ (তালা)। প্রাপ্ত ভোট ২০ হাজার ২২১। তার নিকটতম প্রতদ্বন্দি ছিলেন শাহীনুর ইসলাম (টিউবওয়েল)। প্রাপ্ত ভোট ১০ হাজার ৬৮৩।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, মনোয়ারা বেগম (ফুটবল)। প্রাপ্ত ভোট ৩২ হাজার ৬০। তার নিকটতম প্রতিদ্বন্দি ছিলেন রিভা আক্তার (হাঁস)। প্রাপ্ত ভোট ১৫ হাজার ৯৭২।