Home » » কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 01 March, 2019 | 11:28:00 PM

মিজানর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস ২০১৯ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টার সময় একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনায় সভায় মিলিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ভোটার হব ভোট দিব। অলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্যর প্রতিনিধি রেজাউল আলম স্বপন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিসার আব্দুল হাই, শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেশবা সরকারী মডেল প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম ও বিভিন্ন প্রাধমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।