Home » » বোদায় সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধা ও প্রার্থনা সভায় মন্ত্রী সুজন

বোদায় সনাতন হিন্দু সম্প্রদায়ের শ্রদ্ধা ও প্রার্থনা সভায় মন্ত্রী সুজন

চিলাহাটি ওয়েব ডটকম : 14 February, 2019 | 11:20:00 PM

আমির খসরু লাবলু,পঞ্চগড় বু্যরো,চিলাহাটি ওয়েব : সনাতন হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে রেলপথ মন্ত্রীর সহধর্মিনী নীলুফার জাহানের মৃত্যুতে এক শ্রদ্ধা ও প্রার্থনা সভা বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা গোবিন্দ জিউ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
প্রার্থণা সভায় রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
মন্দির কমিটির সভাপতি শ্যামাপদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান, বোদা পৌরসভার মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা,আওয়ামীলীগ নেতা অধ্যাপক ফারুক আলম টবি,আ স ম নুরুজ্জামান,হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ,সহ পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলার সনাতন হিন্দু ধর্মাবলম্¦ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভায় প্রধান অতিথি তার বক্তব্যে রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, সকল সম্প্রদায়ের মানুষের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে দেশ ও মানুষের সেবা করার কথা ব্যক্ত করেন। সভার শুরুতে বেদ ও গীতা পাঠ এবং প্রার্থণা করা হয়। এতে বিপুল সংখ্যক সনাতন হিন্দু ধম্বাবলম্বী নারী পুরুষ অংশ নেয়। #