Home » » ঠাকুরগাঁওয়ে জীবন রক্ষার্থে গুলি চালিয়েছে বিজিবি

ঠাকুরগাঁওয়ে জীবন রক্ষার্থে গুলি চালিয়েছে বিজিবি

চিলাহাটি ওয়েব ডটকম : 13 February, 2019 | 10:36:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গ্রামবাসী-বিজিবির সংঘর্ষে শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টায় বিজিবি ঠাকুরগাঁও সেক্টরের লেজার ক্যান্টিনে ৫০ বিজিবি ব্যাটালিয়ন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যদেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। তিনি বলেন-ভারতীয় ৫টি গরু আটকের পর বহরমপুরে সংঘবদ্ধ একটি চক্র বিজিবির উপর দেশিয় ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে ৫জন বিজিবি সদস্য আহত হয়। বিজিবিকে হত্যার উদ্দেশ্যে সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষায় সংঘবদ্ধ চোরাকারবারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোঁড়ে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৫০ বিজিবির এই পরিচালক বলেন, বিজিবির গুলিতে নিহতরা যদি নিরপরাধ হয় তবে সে বিষয়ে পরে জানানো হবে। কত রাউন্ড গুলি বর্ষন করা হয়েছে এ প্রশ্নে সঠিক উত্তর দেননি তিনি। এ ঘটনায় সংঘবদ্ধ চোরাকারবারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে.কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ। সংবাদ সম্মেলনে বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল শামসুল আরেফিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।