আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : চিলাহাটিকে উপজেলা বাস্তবায়নের দাবিতে আজ বুধবার নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
চিলাহাটি উপজেলা বাস্তবায়ন কমিটি এসব কর্মসূচি পালন করেছে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিলাহাটি সরকারী কলেজ গেটে মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকসহ এলাকার পাঁচ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এ সময় চিলাহাটি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আহবায়ক আ.ত.ম জহিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক দিপু, ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক,গোমনাতি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ,ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরাদ আলী প্রামানিক,মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর জব্বার কানু, জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবীর মঞ্জু,আ’লীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ,আজাদুল হক প্রামানীক,ভোগডাবুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি এ কে এম শাহাদৎ হোসেন,চিলাহাটি যুবপ্রচেষ্টা'র সভাপতি মোকাদ্দেস হোসেন লিটু, সামাজিক নিরীক্ষা কমিটির সদস্য আতাউর রহমান,যুবমহিলা লীগে’র সভাপতি শিরিন আক্তার,যুবলীগ সভাপতি রাসেল বসুনীয়া প্রমূখ্য।
আন্দোলনকারীরা ডোমার উপজেলার ভোগডাবুরী, কেতকীবাড়ী, জোড়াবাড়ী ও গোমনাতী ইউনিয়নকে নিয়ে চিলাহাটি উপজেলা গঠনের দাবি জানিয়েছেন।