Home » » ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ

ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন সাবেক ছাত্রনেতা তোফায়েল আহমেদ

চিলাহাটি ওয়েব ডটকম : 09 February, 2019 | 11:58:00 PM

আব্দুল্লাহ আল মামুন,ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জেলার ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক ছাত্রনেতা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বোড়াগাড়ী ইউপি চেযারম্যান মোঃ তোফায়েল আহমেদ। শুক্রবার রাতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌধসভা শেষে শনিবার সকালে উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের নাম ঘোষনা করা হয়। সেখানে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হিসেবে তোফায়েল আহমেদের নাম ঘোষনা করা হয়েছে। তোফায়েল আহমেদ ২০১৬ সালে বোড়াগাড়ী ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন তিনি। ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে তিনি গুরুত্বপুর্ন ভুমিকা পালন করেন। আগামী ১০ মার্চ ডোমার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১১ ফেব্রুয়ারী মনোনয়ন দাখিলের শেষদিন। বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলও উপজেলা নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন।