Home » » এসএসসি পরীক্ষার ১ম দিন ৫৪১ জন অনুপস্থিত ॥ ১ জন বহিস্কার

এসএসসি পরীক্ষার ১ম দিন ৫৪১ জন অনুপস্থিত ॥ ১ জন বহিস্কার

চিলাহাটি ওয়েব ডটকম : 02 February, 2019 | 11:38:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় এবারে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১লাখ ৬৬ হাজার ৮০২ জন বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিল ৫৪১ জন শিক্ষার্থী। অসুদপায় অবলম্বনের অভিযোগে ১ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তোফাজ্জুর রহমান জানান, শনিবার এসএসসি পরীক্ষার ১ম দিন বাংলা ১মপত্র পরীক্ষায় ১ লাখ ৬৭ হাজার ৩৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ৮০২ জন পরীক্ষার্থী উপস্থিত হয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে। এই শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলায় ২৬৭টি পরীক্ষা কেন্দ্রে এবারে ৫৪১ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিল। পরীক্ষা সুন্দর, ত্রুটিমুক্ত ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করতে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের বাইরে ৪০০ গজের মধ্যে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে ১৪৪ ধারা জারি বলবৎ ছিল। ফলে প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার রুহিয়া উচ্চ বিদ্যালয়ে ১ জন পরীক্ষার্থীকে অসুদাপায় অবলম্বনের অভিযোগে বহিস্কার করা হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু বকর সিদ্দিক জানান, সুষ্ঠুভাবে এবারে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে ২৫১টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়। এর মধ্যে বোর্ডের নিজস্ব কর্মকর্তাদের সমন্বয়ে ৩টি, অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষকদের নিয়ে ৮টি এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে ২৪২টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত ভিজিল্যান্স টিমে নিয়োজিত সদস্যরা সার্বক্ষনিক তদারকিতে নিয়োজিত থাকবেন। এদিকে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম জানান, শনিবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার প্রত্যেকটি এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের চলাফেরায় নিষেধ করা হয়েছে। ফলে সুষ্ঠু ও সুন্দরভাবে জেলায় পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। সবগুলো পরীক্ষা ত্রুটিমুক্ত সুন্দর পরিবেশে অনুসন্ধানের প্রশাসনিক ব্যবস্থা ও নজরদারী চলমান থাকবে এবং তিনি শনিবার সকালে শহরে জিলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।