Home » » পার্বতীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনাসভা ও র‌্যালি

পার্বতীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আলোচনাসভা ও র‌্যালি

চিলাহাটি ওয়েব ডটকম : 02 February, 2019 | 11:07:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “স্বুস্থ্য সবল জাতী চাই, পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই স্লোগানে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উৎযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকাল ১১টায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্তর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস, খাদ্য পরিদর্শক মাহমুদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভবানীপুর) কামরুল ইসলাম, পার্বতীপুর সদরের আফজাল হোসেন প্রমূখ।