Home » » ঠাকুরগাওয়ে বিজিবি’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন

ঠাকুরগাওয়ে বিজিবি’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সম্পন্ন

চিলাহাটি ওয়েব ডটকম : 26 February, 2019 | 12:03:00 AM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন বাজারে মাদক চোরাচালান,নারী-শিশু পাচার ও সীমান্ত হত্যা বন্ধে বর্ডারগার্ড বাংলাদেশ ৪২-বিজিবি দিনাজপুর ব্যাটালিয়নের আয়োজনে সীমান্তবর্তী মানুষের মাঝে জনসচেতনতামূলক র‌্যালি ও সভা-সমাবেশ রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। দানাজপুর বাজারে অনুিষ্ঠত সভায় এলাকাবাসীর মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে দিকনির্দেশানামূলক বক্তব্য রাখেন দানাজপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মো. সফিকুল হক, ১০ নং জাবরহাট ইউপি’র সাবেক চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী, ইউপি সদস্য জবেদ আলী প্রমুখ। এর আগে চান্দোহর বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চান্দোহর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মো. লোকমান হোসেন ও অন্যান্যরা। সভায় এলাকার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে উভয় বাজারে এলাকাবাসীদের নিয়ে বর্নাঢ্য র‌্যালি ও জনসমাবেশ করা হয়। সভায় সীমান্ত হত্যা-চোরাচালান বন্ধ, নারী-শিশু পাচার রোধে এলাকাবাসীকে সচেতন থেকে সামগ্রীক কর্মকান্ডে বিজিবি সদস্যদের সহযোগীতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়।