Home » » পার্বতীপুর সড়ক দুর্ঘটনায় নিহত-১

পার্বতীপুর সড়ক দুর্ঘটনায় নিহত-১

চিলাহাটি ওয়েব ডটকম : 25 February, 2019 | 11:41:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পার্বতীপুর পৌর শহরের ঢাকামোড় নামক স্থানে সোমবার দুপুরে শাহিনুর আলম ২৮ নামে এক যুবক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। তার পিতার নাম আকবর হোসেন। বাড়ী পার্বতীপুর উপজেলার পলাশবাড়ি ইউনিয়ন হলদিবাড়ী দোলাপাড়া গ্রামে। জানা যায় শাহীনুর আলম ও আহসান হাবিব মোটরসাইকেল যোগে বাসটার্মিনালে কলেজে যাচ্ছিল। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক (যার নং ঢাকা মেট্রো-ট-১১-১৯৬০) মোটর সাইকেলটিকে ধাক্কা মারলে তারা দু’জনের রাস্তায় পড়ে গেলে শাহীনুর ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করতে সক্ষম হলে ট্রাক পালিয়ে যায়। তবে মোটরসাইকেল চালক আহসান হাবিব আশংকা মুক্ত বলে জানা গেছে। এদিকে, নিহতের আত্মীয়স্বজনারা পার্বতীপুর-ফুলবাড়ী সড়কটির হলদীবাড়ী এলাকায় অবরোধ করে দুপুরের পর থেকে।