বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব :
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ১শ’ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৩৫) কে হাতেনাতে গ্রেফতার করেছে।
গতকাল রবিবার রাত ৮টা ৩৫ মিনিটে পার্বতীপুর শহরের রেলওয়ে হাসপাতালের মুল ফটকের সামনে রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ পুলিশি অভিযান চালিয়ে রোববার রাতে পার্বতীপুর রেলওয়ে হাসপাতালের মূল ফটকের সামনের রাস্তায় দাঁড়িয়ে ইয়াবা বিক্রির সময় ১শত পিস ইয়াবাসহ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন (৩৫) কে হাতেনাতে গ্রেফতার হয়।
সে পার্বতীপুর উপজেলার ছোট হরিপুর (বিশকারি) গ্রামের মৃত আব্দুর জব্বারের পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।