এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্কুল ফাঁকি দিয়ে প্রধান শিক্ষক সহ শিক্ষার্থীরা নির্বাচনী পোষ্টার লাগানোর কাজ করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ফাঁকি দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় দাড়িয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী পোষ্টার লাগানোর কাজ করছেন।
সরজমিনে গিয়ে দেখা গেছে, আটোয়ারী উপজেলার ৯নং নিতুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফতাবর রহমান তার স্ত্রী মোছাঃ সিদ্দিকা বেগম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) মার্কার পোষ্টার নিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় এই কাজ করেন। কাজ করা পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী জিবন, প্রল্লাত, মিলনকে জিজ্ঞাসাবাদ কললে তারা জানান, স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে পোষ্টার লাগানোর কথা বলেছে। তাই গাছে ও বাঁশে উঠে পোষ্টার লাগাচ্ছি।
এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আফতাবর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, পঞ্চম শ্রেনীর বাচ্চাদের এখন ক্লাস নেই আর তাদের মেডাম নির্বাচনে দাড়িয়েছে এই আনন্দে বাচ্চারা পোষ্টার লাগাচ্ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আঃ লতিফ এর সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হবে, সত্য প্রমান হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তবে বাচ্চাদের দিয়ে এমন কাজ করতে পারেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং অফিসার শারমিন সুলতানা’র সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি জানিনা তবে আপনারা যেহেতু বিষয়টি জানালেন সেহেতু বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের এমন কার্যক্রম ও আসন্ন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বৈদ্যুতিক পাখা (সিলিং ফ্যান) প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্দ্ধতন কর্মকর্তার দৃষ্টি কামনা করছেন স্থানীয় সুশিল সমাজ।