Home » » বদরগঞ্জে পিকনিক বাস কেড়ে নিল দুটি তাজা প্রাণ

বদরগঞ্জে পিকনিক বাস কেড়ে নিল দুটি তাজা প্রাণ

চিলাহাটি ওয়েব ডটকম : 23 February, 2019 | 12:34:00 PM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে চলন্ত বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল চালকসহ আরোহী নিহত হন। নিহতরা হলেন চালক ফারুক হোসেন (২১) ও আরোহী শাহীন আলম (২২)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বদরগঞ্জ-রংপুর সড়কের এরশাদ ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর কাজীপাড়া গ্রামের শামছুল হকের চাকরি জীবি ছেলে শাহীন আলম ছুটিতে বাড়ী এসে প্রতিবেশী রাজু মিয়ার ছেলে ফারুক হোসেনকে সাথে নিয়ে মটরসাইকেল যোগে বদরগঞ্জ পৌর শহরে বাজার করতে যান। তারা বাজার সেরে বাড়ী ফেরার পথে এরশাদ ব্রীজ এলাকায় পৌছিলে রংপুর থেকে ছেড়ে একটি পিকনিক বাসের (ঢাকা মেট্রো-জ- ১৪০৪৩৭ নং) সঙ্গে মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দু’জনেই প্রাণ হারান। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি আটক করলেও জনরোষানলে পড়ার ভয়ে চালক ও যাত্রীরা সেখান থেকে কৌশলে সটকে পড়ে। বদরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় কবলিত পতিত মটসাইকেল ও পিকনিক বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি।