Home » » ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিশুদের শ্রদ্ধা নিবেদন কাগজের শহীদমীনারে

ফুলবাড়ীতে প্রতিবন্ধি শিশুদের শ্রদ্ধা নিবেদন কাগজের শহীদমীনারে

চিলাহাটি ওয়েব ডটকম : 23 February, 2019 | 12:31:00 PM

আফজাল হোসেন ফুলবাড়ী প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : বিদ্যালয় কিংবা আশপাশে নাই কোন শহীদ মীনার, তাতে কি? শারিরিক ভাবে প্রতিবন্ধি তবুও চেতনা আছে বুকে, সেই চেতনার প্রতিফলন ঘঠাতে কাগজের শহীদ মীনার বানিয়ে আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে, প্রতিবন্ধি শিশুরা, শহীদদের প্রতি প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করেছেন। গত বৃহস্পতিবার আর্ন্তজাতীক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়নের দলদলিয়া পথশিশু ও বুদ্ধি প্রতিবন্ধি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই প্রভাত ফেরি ও শ্রদ্ধা নিবেদন করে, বিদ্যালয়টিতে অধ্যায়নরত প্রতিবন্ধি শিশুরা। প্রভাত ফেরি ও পুষ্পার্পন কমৃসূচিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক বিদুৎ কুমার পাল ও বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আ্ইদুল ইসলামসহ অনান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা আইদুল ইসলাম বলেন তিনি নিজ উদ্যোগে এই বিদ্যলয়টি প্রতিষ্ঠা করে দীর্ঘ ৫ বছর থেকে এই এলাকার সুবিধা বঞ্চিত পথশিশু ও প্রতিবন্ধি শিশুদের শিক্ষা প্রদান করলেও এখন পর্যন্ত সরকারী ভাবে কোন অনুদান পাননি। তাই কাগজের শহীদ মীনার তৈরী করে আর্ন্তজাতীক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসসহ বিভিন্ন জাতীয় দিবস পালন করে আসছেন।