Home » » দিনাজপুর আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের উদ্বোধন

দিনাজপুর আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের উদ্বোধন

চিলাহাটি ওয়েব ডটকম : 20 February, 2019 | 11:06:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। উন্নয়ন ও অগ্রগতিতে এ দেশ বিশ্বের প্রথম শ্রেণির দেশে পরিণত হবে খুব শীঘ্রই। জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করায় সকল স্তরের মডেল উন্নয়নে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বুধবার সকালে দিনাজপুর আইনজীবী সমিতির নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি তার বক্তব্যে বলেন, দিনাজপুরে অর্থনৈতিক জোন হলে স্থানীয় প্রায় ৪০/৫০হাজার বেকার মানুষের কর্মসংস্থান হবে। খুব দ্রুতই এ জেলার দশমাইল এলাকায় অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত করার প্রতিশ্রুতি দেন। উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠিত হলে মানুষের কর্মের অভাব আর থাকবে না। দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঞা, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট মো. আয়েজ উদ্দীন আহমেদ। এছাড়াও সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সারোওয়ার আহমেদ বাবু এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন যুগ্ম জেলা জজ তাসকিনুল হক, বিজ্ঞ সিনিয়র আইনজীবী এ্যাড. ইছাহক, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড তহিদুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দ্বিতীয়বারের মতো জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় ইকবালুর রহিম এমপি কে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। এর আগে আইনজীবী সমিতির নবনির্মিত ভবন কাজের ফলক উন্মোচন করে জেলা আইনজীবী সমিতির কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন হুইপ ইকবালুর রহিম এমপি।