Home » » সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

সৈয়দপুরে রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চিলাহাটি ওয়েব ডটকম : 19 February, 2019 | 10:42:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীর সৈয়দপুরে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারী) সকালে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে প্রশাসন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ত্ব দেন রেলওয়ের ইএন শাখার সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন। রেলওয়ে সূত্রে জানা যায়, শহরের ডাক বাংলো সংলগ্ন সড়কের পাশে রেলওয়ের জমিতে পাকা দোকান ঘর তোলা হয়েছে। কতিপয় স্থানীয় ব্যক্তি রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এসব স্থাপনা গড়ে তুলেছে। মোখিকভাবে তাদের সতর্ক করা হলেও অবৈধ দখলদাররা নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। মঙ্গলবার সকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার পরিমল কুমার সরকার, আইডাবলু কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সৈয়দপুর থানার সহায়তায় অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়। সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন বলেন, এটা রেলওয়ের নিয়মিত অভিযান। রেলওয়ের ভুসম্পত্তি রক্ষায় এ অভিযান চলমান থাকবে।