Home » » বদরগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বদরগঞ্জে ১২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিলাহাটি ওয়েব ডটকম : 19 February, 2019 | 1:06:00 AM

আকাশ রহমান, বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : উপজেলা নির্বাচনে মনোনয়নত্র দাখিলের শেষ দিনে গতকাল সোমবার রংপুরের বদরগঞ্জে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১২প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলে রাব্বি সুইট (নৌকা), মোঃ সাইদুল ইসলাম (স্বতন্ত্র) ও জাকের পার্টির মনোনিত মোঃ আবুল কালাম আজাদ (গোলাপ ফুল)। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাবেক ভিপি মোঃ মঞ্জুরুল ইসলাম রন্টু, মোঃ তাজুল ইসলাম ও মোঃ রেজাউল করিম, মোঃ গোলাম রব্বানীসহ ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন বর্তমান ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা আক্তার, মোছাঃ নাজমা জাহানুর, মোছাঃ শিরিন কাওসার, মোছাঃ লিপি আক্তার ও মোছাঃ আফরোজা বেগম। উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে বদরগঞ্জ উপজেলা গঠিত। এই উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৫০৯, তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫ হাজার ৪৫ জন, এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ৪৬৪ জন।