Home » » পঞ্চগড়ের বোদায় বীমার দাবীর চেক হস্তান্তর

পঞ্চগড়ের বোদায় বীমার দাবীর চেক হস্তান্তর

চিলাহাটি ওয়েব ডটকম : 17 February, 2019 | 11:25:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় ব্যুরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ের বোদায় সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পনী লিমিডেট এর উন্নয়ন সভা ও বীমার মৃত্যুদাবীর চেক বিতরন সভা গতকাল রবিবার বোদা এজেন্সি অফিসে অনুষ্ঠিত হয়। 

এতে বীমার বিভাগীয় কোর্ডিনেটর সেলিম মতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
সভা শেষে প্রধান অতিথি প্রয়াত অজামিল চন্দ্র রায় এর নমিনি ভাগ্য রাণী অনুকুলে ৫৯ হাজার এবং মরহুম ছফুরা খাতুনের নমিনি আশরাফুল ইসলাম এর অনুকুলে ১৬ হাজার টাকার বীমার দাবীর চেক হস্তান্তর করেন।