
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মাগুড়া ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে রিপন জানান আম্মু সকাল বেলা ভাত রান্না করে, আমরা ভাই-বোন সহ সকাল ১০টায় খেয়ে স্কুলে যাই স্কুল থেকে ফিরে এসে মায়ের এই অবস্থা দেখতে পাই।
তাছাড়া মায়ের দীর্ঘদিন থেকে মাথার সমস্যা ছিল।
এ ব্যাপারে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং লাশ দাফনের ব্যবস্থা করার পরামর্শ দেন। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার এস.আই রাফায়েত হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।