Home » » পীরগঞ্জে উদীচী’র ৪র্থ সম্মেলনের মধ্যদিয়ে সভাপতি বিজলী সম্পাদক নিরঞ্জন

পীরগঞ্জে উদীচী’র ৪র্থ সম্মেলনের মধ্যদিয়ে সভাপতি বিজলী সম্পাদক নিরঞ্জন

চিলাহাটি ওয়েব ডটকম : 10 February, 2019 | 12:11:00 AM

আসাদুজ্জামান, পীরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : “পুবের আকাশ রাঙ্গা হলো সাথী” “ঘুমাইওনা আর জাগো রে” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঠাকুরগাঁও এর পীরগঞ্জে ৪র্থ সম্মেলন পালন করলো বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পীরগঞ্জ উপজেলা শাখা। উদীচী’র এ সম্মেলনের মধ্যদিয়ে নবনির্বাচিত কমিটি ঘোষনা করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পান বিজলী, সাধারণ-সম্পাদক নিরঞ্জন ও সাংগঠনিক সম্পাদক মোঃ মিলন সহ ২৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ হয়। শুক্রবার সকালে উদীচী শিল্পীগোষ্ঠী একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পীরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপেলক্স এর সামনে একত্রিত হয়। এরপর জাতীয় সঙ্গিত ও পতাকা উত্তোলন করে বক্তব্য দেন বক্তারা। এসময় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর পীরগঞ্জ উপজেলা শাখার সকল সদস্য, সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।