Home » » দিনাজপুরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

দিনাজপুরে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

চিলাহাটি ওয়েব ডটকম : 10 February, 2019 | 12:07:00 AM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর জেলায় ৩ লাখ ৪১ হাজার ১৫৭ জন শিশুর অধিককে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ৯টায় দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ শেখহাটি এফডাব্লুসি মিলনায়তনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পঃ পঃ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মোস্তাক হাসান (এনডিসি)। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব খলিলুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী ভুমি কর্মকর্তা মোঃ আরেফুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু নছর মোহাম্মদ নুরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আরোজউল্লাহ, ইপিআই সুপারঃ ইছামুদ্দীন, এএইচআই সাহিদা আখতার, সাবেক এইচআই আনোয়ার হোসেনসহ প্রমুখ। প্রধান অতিথি বলেন, অপুষ্টি জনিত অন্ধত্য নির্মুল ও শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে সরকার জনগনের স্বাস্থ্য সেবা দোরগোড়ায় পৌছে দিতে সব ধরনের প্রক্রিয়া চলমান রেখেছেন। সেই ধারাবাহিকতা অব্যাহত থাকায় এবারে দ্বিতীয় রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অন্ধত্ব দূর করতে সুষম খাদ্যের পাশাপাশি শাক-সবজি খেতে হবে। দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজনে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলায় কেন্দ্রের মধ্যে স্থায়ী কেন্দ্র ১৩টি ও অস্থায়ী কেন্দ্র ২ হাজার ৫৮৯টি এবং অতিরিক্ত কেন্দ্র ১২টির মধ্যে ৩ লাখ ৪১ হাজার ১৫৭ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়েসী শিশুর সংখ্যা ৩৫ হাজার ৫৫৭ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়েসী শিশুর সংখ্যা ৩ লক্ষ ৫ হাজার ৬০০ জন। মোট ২ হাজার ৬১৪টি কেন্দ্রে স্বাস্থ্য কর্মীরা ভিটামিন এ প্লাস ক্যাপসুল শিশুদের খাওয়ান। শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য নিয়োজিত ছিলেন স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী ৩৩৮ জন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী ২৯৯ জন ও স্বেচ্ছাসেবী ৫ হাজার ২০৪ জন।