আপেল বসুনীয়া,চিলাহাটি ওয়েব : সারা দেশের ন্যায় নীলফামারী জেলার চিলাহাটিতেও আনন্দঘন পরিবেশে পহেলা জানুয়ারী-২০১৯ইং (মঙ্গলবার) বই উৎসব পালিত হয়েছে। শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। নতুন বই হাতে পাওয়ার বাড়ী ফেরার পথে শিক্ষার্থীদের মাঝে লক্ষ করা যায় আনন্দের ছাপ।
আজ মঙ্গলবার এ বই বই উৎসব পালিত হওয়ায় এবং যথা সময়ে বই-বিতরণ অভিভাবকেরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ মঙ্গলবার এ বই বই উৎসব পালিত হওয়ায় এবং যথা সময়ে বই-বিতরণ অভিভাবকেরা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।


চিলাহাটি মার্চ্ছেন্টস সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনীয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু, ,সহকারী শিক্ষক ইশরাত জাহান,আফসানা রহমান, মোফাখারুল ইসলাম ফিলিপ,গোলাম মোস্তফাসহ স্থানীয় সুধী মহল।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল, প্রধান শিক্ষক শাহ এরশাদুল হক জিল্লু, ,সহকারী শিক্ষক ইশরাত জাহান,আফসানা রহমান, মোফাখারুল ইসলাম ফিলিপ,গোলাম মোস্তফাসহ স্থানীয় সুধী মহল।


আহমেদুল হক শহীদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন সভাপতি রবিউল আলম,প্রধান শিক্ষক মাখদুমুল আলম জুয়েল,সহকারী শিক্ষক সাফিয়া মাহাজাবিন,মালেকা বেগম,রেজাউল করিম।
কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন সহ-সভাপতি তোজাম্মেল হোসেন মঞ্জু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসেন,সহকারী শিক্ষক খালেদা বেগম,রাজিয়া আফরিন,হিরা বেগম প্রমূখ্য।