Home » » পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 18 January, 2019 | 11:47:00 PM

বদরুদ্দোজা বুল,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় লিখন (৩৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মটরসাইকেলের পেছনে থাকা সুমন (৩৮) নামে অন্যজন আহত হয়েছেন। জানা যায়, নিহত লিখন ও আহত সুমন শুক্রবার সকালে মোটর সাইকেলযোগে নিলফামারীর জেলার কিশোরগঞ্জ থেকে দিনাজপুরের পার্বতীপুর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। বেলা ১২টায় পার্বতীপুর শহরে প্রবেশের পথিমধ্যে কেন্দ্রীয় লোকামোটিভ কারখানা (কেলোকা)’ র সামনে লেভেল ক্রসিং এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনা স্থলেই লিখন মারা যায়। এসময় পেছনে থাকা অপর মটরসাইকেল আরোহী সুমন ছিটকে পড়লে প্রাণে বেঁচে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নিহত লিখন নিলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার দক্ষিন সিংগের গাড়ি গ্রামের কছিম উদ্দীন মাদ্রাসা এলাকার মৃত রুহুল আমীনের ছেলে এবং আহত সুমন একই এলাকার ইব্রাহিমের ছেলে। পার্বতীপুর মডেল থানার এএসআই সিদ্দিক জানান, লিখনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আমরা নিহতের পরিবারকে ইতোমধ্যে খবর দিয়েছি। গুরুতর আহত অবস্থায় সুমন এখন পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।