Home » » ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 06 January, 2019 | 11:19:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : জেলার পীরগঞ্জ শহরের জেডি ফিলিং ষ্টেশন মোড়ে পাওয়ার ট্রলির সাথে শনিবার রাত ১০ টার দিকে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১ অবরপ্রাপ্ত সেনা সদস্য নিহিত হয়েছেন। জানা যায়, উপজেলার বাদনোহালী গামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য মৃত কলিম উদ্দিনের পুত্র দুলাল মিয়া(৪৮) মোটর সাইকেলযোগে শহর থেকে বাড়ীর দিকে যাওয়ার পথে শহরের জেডি ফিলিং ষ্টেশন মোড়ে বিপরীত দিক থেকে আসা পাওয়ার ট্রলির সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘুরুতর আহত হন। স্থানীয় ফায়ার সার্ভিস এর কর্মী দল ঘটনাস্থল থেকে আহত দুলালকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।