> নীতুল ইয়াছমিন <
মর্মস্থলের পাথর না খয়ে দিনেদিনে-
যেনো আরো বৃহৎ থেকে বৃহৎ হচ্ছে!
কুয়াশার চাদর দিলটাকে ঢেকে রাখছে প্রতিনিয়ত!
কত প্রহর গেলে কাটবে কুয়াশা কে জানে!
হে ঈশ্বর হিমেল মেঘের আর কত পোহাবো বেলা ?
বৃষ্টি ঝরালেই মম গগনটা হালকা হতো,
আজ পাতা ঝরা ঝড় উঠেছে!
বৃক্ষ হতে ঝরে যাচ্ছে ধূলিমলিন পাতা!
মায়ার শহর নীরবে চোখের জলও ফেলেনা!
কোথাও কোনো পিছুটান নেই এ কেমন খেলা!
শীতের তাড়নায় সব জড়সড়ভাব!
এক একটা কঠিন কঠিন চাহিদার মৃত্যু ঘটল!
জানিনা মন বীণা আর কখনো বাজবে কিনা!
ইচ্ছেগুলো মনের সবুজ জমিনে পড়ে আছে,
হয়তো কাজ করছে অজানা কোনো হেলা।