বদরুদ্দোজা বুল,পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের পার্বতীপুরে গত ৫ জানুয়ারী প্রসবকৃত হাতির বাচ্চাটি এখন মায়ের সাথে সার্কাসের মঞ্চে। শুক্রবার সকালে পার্বতীপুরের পার্শ্ববর্তী বদরগঞ্জ এলাকায় অনুষ্ঠিত মেলার “দ্যা সজিব বাংলা সার্কাসের একটি শো’তে মা-সহ ১৪দিন বয়সী বাচ্চা হাতিটিকে দেখা যায়। মায়ের সাথে বেশ বিভিন্ন অঙ্গ ভঙ্গি প্রদর্শনের মাধ্যমে সার্কাস মঞ্চ মাতান হাতির বাচ্চাটি।উল্লেখ্য যে, গত ৫জানুয়ারী বদরগঞ্জ মেলায় যাওয়ার পথিমধ্যে রাত হওয়ায় পার্বতীপুরের উপজেলার হাবড়া ইউনিয়নের হাবড়াহাট এলাকা রাস্তার পাশে হাতিটিসহ আশ্রয় নেয় সার্কাসের অংশ্রগ্রহণকারী লোকজন। পরে রাত ৩টায় মা-হাতির বাচ্চা প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এক নজর হাতির বাচ্চাকে দেখতে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে বিভিন্ন বয়সী লোকজন ভীড় জমাতে থাকে। বর্তমানে মা এবং বাচ্চা হাতি উভয়ই সুস্থ্য সবল আছে বলে জানান “দ্যা সজিব বাংলা সার্কাস”র কর্তৃপক্ষ।