Home » » দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ১৫৭পিস ইয়াবাসহ ২ জন আটক

দিনাজপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ১৫৭পিস ইয়াবাসহ ২ জন আটক

চিলাহাটি ওয়েব ডটকম : 03 January, 2019 | 10:57:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর বিরামপুরে র‌্যাব সদস্যদের অভিযানে ১৫৭পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটক ২ জনকে বিরামপুর থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যদের পক্ষ হতে একটি মামলা দায়ের করা হয়। দিনাজপুর র‌্যাব ১৩ ক্যাম্প কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলার পলিখাপুর উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক ২ জনের শরীর তল্লাশী করে ১৫৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে আটক ২ জন বিরামপুর উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের রশিদুল ইসলামে পুত্র মোস্তাদুল ইসলাম (২০) ও একই উপজেলার শৈলানপুর গ্রামের আফছারুল ইসলামের পুত্র রায়হান কবির (২১) জানায়, তারা দীর্ঘদিন থেকে ইয়াবা ট্যাবলেট মাদকাসক্তদের কাছে বিক্রি এবং বিভিন্ন স্থানে সরবরাহ দিয়ে আসছে। আটক ২ জনকে বৃহস্পতিবার দুপুর ২টায় বিরামপুর থানায় সোপর্দ করে র‌্যাব সদস্যদের পক্ষ হতে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার বিকেলে পুলিশ গ্রেফতারকৃত ২ জনকে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।