Home » » ডিমলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডিমলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চিলাহাটি ওয়েব ডটকম : 31 January, 2019 | 10:56:00 PM

মাজহারুল ইসলাম লিটন,ডিমলা প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : নীলফামারীর ডিমলায় ডিমলা প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিমলা উপজেলা সদরে বনার্ঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটন। পরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাজমুন নাহার। ডিমলা প্রেসক্লাব সভাপতি মাজহারুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) মফিজ উদ্দিন শেখ, ডিমলা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, পুর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান ও ডিমলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার ফজলুল হক, সিনিয়র সাংবাদিক আলতাফ হোসেন চৌধুরী ও ডিমলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিগণ। প্রসঙ্গত নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও তৎকালিন সাংবাদিক নুর কুতুবুল আলম চৌধুরী (এনকে আলম চৌধুরী) ১৯৮৫ সালে ডিমলা প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন।