Home » » নীলফামারীতে চেম্বারের সাথে নেপালী ব্যবসায়ীদের মতবিনিময়

নীলফামারীতে চেম্বারের সাথে নেপালী ব্যবসায়ীদের মতবিনিময়

চিলাহাটি ওয়েব ডটকম : 25 January, 2019 | 11:13:00 PM

এম এ মোমেন, নীলফামারী ব্যুরো,চিলাহাটি ওয়েব : নীলফামারীতে শুক্রবার (২৫ জানুয়ারী) বিকেলে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাথে এক্সপোর্ট ইমপোর্ট বিষয়ে মতবিনিময় করেছে নেপালী ব্যবসায়ীরা। নীলফামারী চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফরহানুল হকের সভাপতিত্বে চেম্বার ভবনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালী হাই কমিশনার খান বাহাদুর অলি। নেপালী হাইকমিশনার বাংলা এবং নেপালী ভাষায় দুই দেশের ব্যবসায়ীদের এক্সপোট-ইমপোর্ট বিষয়ে বিভিন্ন্ সম্ভাবনা তুলে ধরেন। নেপালের ১৫ সদস্যের ব্যবসায়ীদের মধ্যে উল্ল্যেখযোগ হলেন, নেপাল চেম্বারের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রেমবা শেরপা সঙ্গম, নেপাল এন্টারপ্রেনার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট দেবীকা বুধাটকি, নেপালী হুলাসের ডিরেক্টর সুরেন্দর কে আর গোলচা, নেপাল হার্বস এন্ড হারবাল প্রোডাক্ট এসোনিয়েশনের প্রেসিডেন্ট গোবিন্দ প্রোসাধ ঝিমেরি প্রমূখ। এসময় নীলফামারী চেম্বারের পরিচালক সামসুল ইসলাম, রাজকুমার পোদ্দার, হোসেন খান মানিক, মো: শামিম, ক্যাবের সভাপতি মোস্তাফিজুর রহমান রহমান, আফসানা আফরোজ অনন্যাসহ চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন।