Home » » পার্বতীপুের বাল্যবিবাহ বন্ধ বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

পার্বতীপুের বাল্যবিবাহ বন্ধ বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত

চিলাহাটি ওয়েব ডটকম : 23 January, 2019 | 11:10:00 PM

বদরুদ্দোজা বুলু, পার্বতীপুর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : ল্যাম্ব-এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রকল্পের আয়োজনে এবং মোমিনপুর ইউনিয়ন পরিষদের সার্বিক তত্ত্ববধানে স্থানীয় যশাই হাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মাঠ প্রাঙ্গনে আজ ২৩ জানুয়ারী বাল্যবিবাহ বন্ধ বিষয়ক গণশুনানী এবং গণস্বাক্ষরতা কর্মসূচীর আয়োজন করা হয়। পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহার মন্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সাত্তার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, কিশোর-কিশোরী ও তাদের অভিভাবক, যুবক, কাজী, ঘটক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব প্রণয় কুমার গাঙ্গুলী, প্রকল্প ব্যবস্থাপক, ইসিএম প্রজেক্ট। প্রধান অতিথি বাল্য বিবাহ বন্ধে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন এবং কিশোর-কিশোরীদের এধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সাথে তিনি স্কুল পর্যায়ে বাল্য বিবাহের কুফল নিয়ে আলেচানার জন্য শিক্ষকবৃন্দের এগিয়ে আসার আহ্বান জনান। অনুষ্ঠান শেষে উপস্থিত কিশোর-কিশোরী, অভিভাবক, যুবক, শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ সর্বস্তরের জনগণ ”আর নয় বাল্য বিবাহ” শীর্ষক অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাসুদা খাতুন, টেকনিক্যাল অফিসার, ইসিএম প্রজেক্ট, ল্যাম্ব। এর আগে গত ২১ জানুয়ারী পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নে রামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক এর সভাপত্বিতে বাল্যবিবাহ বন্ধ বিষয়ক গণশুনানী এবং গণস্বাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়।