স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো, চিলাহাটি ওয়েব : দিনাজপুরে সাবেক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা ভান্ডারা ইউনিয়নের উত্তর ভান্ডারা এলাকায় রেংটা ব্রীজের সংলগ্ন ময়নুল ইসলাম (ডিলারের) লিচু বাগান থেকে লাশ উদ্ধার করে। নিহত দিলিপ সরকার (৩৫) একই এলাকার কুড়ানু চন্দ্র সরকারের ছেলে। তিনি একই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, সকালে রাস্তার পার্শ্বে লিচু গাছে হেলান দিয়ে রাখা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে লাশ সুরতাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
বিরল থানার এসআই শহিদুল ইসলাম জানান, লাশের পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হয়তো তাকে অনত্র মেরে ফেলে লিচু বাগানে এসে গাছের সাথে হেলান দিয়ে রাখে দুর্বৃত্তরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।