আব্দুল্লাহ আল মামুন, ভ্রাম্যমান প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : জেলার ডোমারে মানবতার দেয়ালের উদ্যোগে ফ্রি
মেডিক্যেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বৃহিস্পতিবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার চান্দিনাপাড়া মসজিদ সংলগ্ন
স্থানে এই মেডিক্যেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মানুষের সেবা করা মানে সৃষ্টি কর্তার সেবা করা, মানুষ মানুষের জন্য এই
শ্লোগানকে সামনে নিয়ে চান্দিনাপাড়া মানবতার দেয়াল কমিটির আয়োজনে ফ্রি
মেডিক্যেল ক্যাম্পে ডাঃ এ এস এম তৌহিদ হাসান রাসেল প্রায় দুই শতাধিক রোগী দেখে
তাদের সমস্যার কথা শুনে চিকিৎসা পত্র দেন। মেডিক্যেল ক্যাম্পে একদিনের জন্য
বিনামুল্যে ওষুধ বিতরন করেন মানবতার দেয়াল কমিটি। গত ১৭ ডিসেম্বর
চান্দিনাপাড়ার বজলুর রশীদ, শামীম, নুর আমিন, আজানুর ও আনিছুরের উদ্যোগে
মানবতার দেয়াল কার্যক্রম শুরু করা হয়। একমাসেই এই দেয়াল মানুষের কাছে মনে
স্থান করে নিয়েছে। প্রতিদিনেই অনেক মানুষ তাদের প্রয়োজনীয় কাপড় এখান থেকে
সংগ্রহ করছেন বিনামুল্যে ও অনেকেই তাদের অব্যবহৃত কাপড় এই দেয়ালে দিয়ে
যাচ্ছেন। ইবনে সিনা, মর্ডান, একমি,সিলভা,এষ্ট্র
ফার্মা,মেডিকেট,এ্যালকাট,উত্তরা ল্যাব,এসকেফে, অফসোনিন ও রেনেটা কোম্পানি কিছু
ওষুদ দিয়ে তাদের সহযোগীতায় এগিয়ে এসেছেন। তাছাড়া গত ১২ জানুয়ারী মানবতার দেয়াল
চান্দিনাপাড়া কমিটির উদ্যোগে প্রায় শতাধিক শীতবস্ত্র অসহায় ও দরিদ্র
শীর্তাতদের মাঝে বিতরন করা হয়।