Home » » চিরিরবন্দরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

চিরিরবন্দরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 15 January, 2019 | 11:15:00 PM

দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : দিনাজপুরের চিরিরবন্দরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চিরিরবন্দর প্রত্যয় ছাত্র সংগঠন। ১৫ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী চিরিরবন্দর প্রতিবন্ধী ও অটিষ্টিক পুনর্বাসন বিদ্যালয়ের ৮৫ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ শীত বস্ত্র বিতরণ করেন। এ সময় এনজিও সাসটেইন এর পরিচালক ইঞ্জিনিয়ার শফিক উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি ও নান্দেড়াই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা একরামুল হক, প্রধান শিক্ষক মঞ্জুয়ারা প্রত্যয় ছাত্র সংগঠনের সভাপতি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স শাখার শেষ বর্ষের ছাত্র মেহেদী হাসান প্রচার সম্পাদক ও চিরিরবন্দর সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসান মুকুল উপস্থিত ছিলেন।