Home » » পঞ্চগড়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন উদ্যোগে ৭ শত পিস কম্বল বিতরণ

পঞ্চগড়ে দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন উদ্যোগে ৭ শত পিস কম্বল বিতরণ

চিলাহাটি ওয়েব ডটকম : 15 January, 2019 | 11:22:00 PM

আমির খসরু লাবলু, পঞ্চগড় বু্যরো,চিলাহাটি ওয়েব : পঞ্চগড়ে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। সরকারের পাশাপাশি বেসরকারী ও সেচ্ছাসেবী সংগঠন গুলো শতিবস্ত্র নিয়ে শীত কাতর পঞ্চগড়ের মানুষের পাশে এসে দাড়িয়েছে। ঢাকাস্থ সেচ্ছাসেবী সংগঠন দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে গতকাল মঙ্গলবার পঞ্চগড় জেলার দুঃস্থ অসহায় ৭ শত শীতার্তর মাঝে ৭ শত পিস কম্বল বিতরণ করা হয়েছে। জেলার বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদর উপজেলায় এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মাহবুবুর রহমান শাহীন নিজেই এসব সম্বল বিতরণ করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের সদস্য অণিক,রাহাত,আফজাল,মিশু ও শাওন উপস্থিত ছিলেন।