॥ গোলাম মোস্তফা রাঙ্গা ॥
১৪ জানুয়ারি সোমবার কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নাধীন ছত্রজিৎ গ্রামে চলমান ১০ দিন মেয়াদী অস্ত্রবিহীন গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলাম।
সাংস্কৃতিক কলেজ, টোলঘরে চলমান প্রশিক্ষণটি শুধু হয় ৬ জানুয়ারি হতে এবং শেষ হবে ১৭ জানুয়ারি।
পরিদর্শন কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট মোঃ তৌহিদ উজ জামান, ফুলবাড়ী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক চন্দন কুমার গুহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খান, কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি’র হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা ও উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।
উক্ত গ্রামের ৩২ জন পুুরুষ ও ৩২ জন নারীকে নিয়ে প্রশিক্ষণটি চলছে। উক্ত প্রশিক্ষণে বিভিন্ন প্রশিক্ষণ দিবসে আত্মকর্মসংস্থানমূলক, সামাজিক উন্নয়নমূলকসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।