Home » » বদরগঞ্জে অটো রিকসার ধাক্কায় যুবক নিহত

বদরগঞ্জে অটো রিকসার ধাক্কায় যুবক নিহত

চিলাহাটি ওয়েব ডটকম : 12 January, 2019 | 11:37:00 PM

আকাশ রহমান,বদরগঞ্জ প্রতিনিধি,চিলাহাটি ওয়েব : রংপুরের বদরগঞ্জে অটো রিকসার ধাক্কায় আজিজুর রহমান (২০) নামে এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ হাজীপাড়া এলাকায় এশিয়ান মহাসড়কে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ঘাতক অটো রিকসাটি আটক করলেও চালক কৌশলে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার সকালে লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ হাজীপাড়া গ্রামের মমদেল হোসেনের ছেলে আজিজুর রহমান এশিয়ান মহাসড়কের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলিেছলেন। এ সময় নাগেরহাট অভিমুখে আসা একটি অটো রিকসা তাকে সজোরে ধাক্কা দিলে সে গরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর গতকাল শনিবার সকালে চিকিৎসাধীন অস্থায় সে মারা যায়। এ ঘটনায় কোন অভিযোগ হয়নি বলে বদরগঞ্জ থানা পুলিশ বিষিয়টি নিশ্চিত করেছে।