Home » » দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

চিলাহাটি ওয়েব ডটকম : 10 January, 2019 | 11:53:00 PM

স্বরূপ বকসী বাচ্চু, দিনাজপুর ব্যুরো,চিলাহাটি ওয়েব : দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের বাড়িতে দূর্বৃত্তরা আগুন দেয়ায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার সময় দিনাজপুর শহরের বালুবাড়ীতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি গোলাম নবী দুলালের বাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে বাসার লোকজন টের পেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে পরিবারের লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত এসে আগুন নেভান। এসময় নিচতলার বারান্দার রাখা মূল্যবান বই, শীতবস্ত্র, কম্বল ও কিছু আসবাবপত্রসহ প্রায় ১ লাখ টাকার মালামাল ভুষ্মিভুত হয়। গোলাম নবী দুলাল জানান, বাড়ীর পাশে নৈশ্য প্রহরী ঘটনার পর পরেই ৪ ব্যক্তিকে মুখে কাপড় বাধা অবস্থায় চলে যেতে দেখে। এটি নাশকতামুলক বা বড় ধরনের ক্ষতি সাধনের লক্ষ্যে অজ্ঞাতনামা ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি পুলিশ সুপার সহ থানার কর্মকতাদের জানানো হয়েছে। কোতয়ালী থানার ওসি রেদওয়ানুল রহিম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাশের বাড়ির এক নৈশ্য প্রহরী ভোরে ৪জনকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়ির আশেপাশে সন্দেহমূলক ঘোরাফেরা করতে দেখতে পেয়েছে। তার কথা অনুযায়ী তদন্ত চলছে। এই ঘটনায় কোতয়ালী থানায় জিডি দায়ের করেন। জিডি নং- ৫৭২, তাং- ১০/১/১৯ইং। ঘটনার পর পরই দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাবেক সভাপতি চিত্ত ঘোষসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমাজ, বিভিন্ন রাজনৈতিক দল, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ, সাবেক মেয়র সফিকুল হক ছুটুসহ অনেকেই ঘটনাস্থল পরিদর্শন করেন। যারা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তাদের দ্রুত আইনের মাধ্যমে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। এছাড়াও সংহতি প্রকাশ করে দিনাজপুর সদর-৩ আসনের এমপি ইকবালুর রহিম মুঠোফোনে জানান, অগ্নিসংযোগের ঘটনা সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন।