Home » » ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত -১ : আহত -২০

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় নিহত -১ : আহত -২০

চিলাহাটি ওয়েব ডটকম : 18 December, 2018 | 6:00:00 PM

আজম রেহমান,ঠাকুরগাঁও ব্যুরো,চিলাহাটি ওয়েব : ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার সালন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি এ সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, প্রথমে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে আমরা শুনেছিলাম ৩ জনের মৃত্যুর কথা। তবে ঘটনাস্থলে মৃতপ্রায় এবং নিস্তেজ পড়ে থাকা দু’জনের হাসপাতালে নেয়ার পর পালস পাওয়া যায়। তাদের অবস্থা খুবই আশংকাজনক। এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে, এটাই সত্য ঘটনা।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার রবিউল ইসলাম জানান, 'আমরা ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করি। এ পর্যন্ত সেখানে তাদের চিকিৎসা চলছে বলে জানান।'